নিয়মাবলি
🎓
ভর্তি সংক্রান্ত
- সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- ভর্তির আবেদন যাচাইয়ে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
💳
কোর্স ফি পেমেন্ট
- বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
- পেমেন্টের পর ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।
- ফি একবার পরিশোধ করলে তা অফেরতযোগ্য।
📚
ক্লাসের নিয়মাবলি
- ক্লাস শুরুর ৫ মিনিট আগে জয়েন করুন।
- ক্লাসে অহেতুক মাইক অন করা যাবে না।
- ক্লাসের রেকর্ড ফাইল কারো সাথে শেয়ার করা নিষেধ।
🛡️
নিরাপত্তা
- আপনার পাসওয়ার্ড গোপন রাখুন।
- একই আইডি দিয়ে একাধিক ডিভাইসে লগইন করবেন না।
- সন্দেহজনক কিছু দেখলে সাপোর্ট টিমে জানান।